কুমিল্লা জেলার তিতাসে পূর্ব বিরোধের জেরে ওয়ার্ড আ'লীগ সাধারণ সম্পাদক মো. মোস্তফা মুন্সিকে বাসা থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার( ১৮ ডিসেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ওই ইউনিয়নের হাশেম মুন্সির ছেলে ও রঘুনাথপুর নয়ানী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া বলেন, দিন দুপুরে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাই। জঘন্যতম এই ঘটনার তিনি নিন্দাও জানান।
তবে এক পক্ষ দাবি করছে মোস্তফা নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এর সমর্থক ও ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদের কর্মী ছিলো।
সম্প্রতি একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বাবুল চেয়ারম্যানের উপর হামলার জন্য কিছু দুর্বৃত্ত ভাড়া করা হয়। এ নিয়ে তর্কের জেরেই পরিকল্পিতভাবে মোস্তফাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে একাধিক সূত্র।