লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

হারাতে বসেছে ক্ষণকাল // নাসরিন ইসলাম

author
Reporter

প্রকাশিত : Dec 17, 2023 ইং
ছবির ক্যাপশন:
ad728

উদয়াচল হতে উষা হাসে ভাসে

অস্তাচলে দিন হারিয়ে যায়

রাত আসে, রাত হারিয়ে যায় 

চলে আসে দিন কার্পণ্য বিহীন


আহ্নিক গতি হারিয়ে 

যায় বার্ষিক গতিতে।


কৃষ্ণপক্ষ হারিয়ে যায়

শুক্লপক্ষ কে ঘিরে,

শুক্লপক্ষ হারাতে বসে

কৃষ্ণপক্ষে ধীরে ধীরে।


জোয়ার হারিয়ে যায় 

ভাটির টানে,

ভাটা হারিয়ে যায় 

জোয়ারের বানে।


এমন করে

দিন মাস বছর

যুগ হারিয়ে যায় চিরতরে 

কালের গহ্ববরে।

যে সময় চলে যায় ধীরেধীরে 

পইপই 

তন্নতন্ন করে খুঁজেও

পাওয়া যায় না তাকে ফিরে।


সুখ কিংবা দুখের নীড়ে

তেমনি করে -ই

ক্ষণকাল আকাশ-কুসুম ভাবনায়

হারানোর সাধ জেগেছে 

তুমিময় নক্ষত্র'র !


যাও, হারিয়ে যাও

দেখো চেয়ে দেখো কতকাল,

সময় মিছেমিছি করেছ নষ্ট! 


খলবল করে ঝর্ণার ধ্বনি

বয়ে চলা কি হেয়ালী?

নয়তো ভেবেছ খাম -খেয়ালীপূর্ণ, 

কোন এক দিকভ্রষ্ট!

চলছে বুঝি তার পোস্টমর্টেম? 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS