বিএনপি জামায়াত ও সমমনা দলের ডাকা অবরোধ এর সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশ শামুকসার থেকে গ্রেফতার হোন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল akashtv24.com এর প্রতিবেদক মো.ইউনুছ মিয়া
গতকাল ৫ নভেম্বর সকাল ৮ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের শামুকসারে অবরোধ সমর্থনে মিছিল করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সেখানে ভিডিও ধারন করতে যান সাংবাদিক ইউনুছ। এ সময় চৌদ্দগ্রাম থানার এসআই বশির ও তার সঙ্গীয় ফোর্স অবরোধকারীদের সাথে সাংবাদিক ইউনুছকেও আটক করেন।
এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী আবুল বাশার রানা এসআই বশিরকে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
তবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন- ঘটনাস্থল থেকেই সাংবাদিককে আটক করেছে বলে এসআই বশির জানিয়েছেন।
সাংবাদিক গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি তৌহিদ সরকার ও সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন আকাশ