লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে শহীদ মুহাম্মদ শাহজাহানের শাহাদাত বার্ষিকী পালিত

author
Reporter

প্রকাশিত : Nov 2, 2025 ইং
আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখছেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. মুহাম্মদ ইয়াছিন আরাফাত। ছবির ক্যাপশন: আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখছেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
ad728
নিজস্ব প্রতিবেদক ।।  

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৩০তম শহীদ মুহাম্মদ শাহজাহানের ১৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের দূর্গাপুর বাজার চৌমুহনী'তে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাও. মুহাম্মদ ইয়াছিন আরাফাত। 

ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতের আমির মাও. আবদুন নূর, সেক্রেটারী ইমাম হোসাইন, ইউনিয়ন জামায়াতের আমির মাও. ইসমাঈল হোসাইন, কুমিল্লা জেলা (পূর্ব) ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, মাদ্রাসা বিষয়ক সম্পাদক নূর উদ্দিন, লালমাই উপজেলা (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি ফরহাদুল ইসলাম মানিক, লালমাই উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম রাজু, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাও. ইলিয়াস হোসাইন, উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারী মাইন উদ্দিন মুন্না, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।  

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালে জামায়াতের সাথে জোট করেও নাঙ্গলকোটে তৎকালীন ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শাহজাহান'কে গুলি করে হত্যা করা হয়। শহীদ শাহজাহান হত্যাকান্ডের ১৯ বছর অতিক্রম হলেও আমরা সেই হত্যার বিচার পাইনি। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে শহীদ শাহজাহান হত্যা মামলা পুনরুজ্জীবিত করে খুনীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান নেতৃবৃন্দ। 


উল্লেখ্য, শহীদ মুহাম্মদ শাহজাহান উত্তর দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নাঙ্গলকোট থানা দক্ষিণ শিবিরের সভাপতি এবং পিপুলিয়া কামিল মাদরাসার নির্বাচিত জেনারেল সেক্রেটারি (জিএস) ছিলেন। ২০০৬ সালের ২ নভেম্বর নাঙ্গলকোট রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS