লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

author
Reporter

প্রকাশিত : Oct 31, 2025 ইং
বাইতুল্লাহ'র ছবি- সংগৃহীত ছবির ক্যাপশন: বাইতুল্লাহ'র ছবি- সংগৃহীত
ad728
আন্তর্জাতিক ডেস্ক।। 

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব। ভিসা ইস্যু করার তারিখ থেকে এ এক মাস গণনা করা হবে। 

গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ অনেক বেশি। চলতি বছর ওমরাহ মৌসুমের মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যায় ইতোমধ্যে নতুন রেকর্ড হয়েছে। 

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ওমরাহযাত্রীর চাপ বেশি থাকায় মন্ত্রণালয় ওমরাহ ভিসা–সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নথিভুক্ত না করেন, তবে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে।

মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। 

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেছেন, ওমরাহ হজযাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS