লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি: মেলোনি

author
Reporter

প্রকাশিত : Oct 14, 2025 ইং
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি- ফাইল ছবি। ছবির ক্যাপশন: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি- ফাইল ছবি।
ad728
আলোকিত লালমাই অনলাইন।। 

ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ইতালি। শিগগিরই এ স্বীকৃতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ ভাষণ দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী মেলোনি বলেন, “আমরা গাজায় যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ, তিনি সময়োপযোগী একটি পরিকল্পনা দিয়েছেন। এখন আমরা দেখবো সেই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন ঘটে কি না। যদি ঘটে, তাহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আর কোনো বাধা থাকবে না।”

তিনি আরও বলেন, “আমরা এক কথায় বলতে পারি, ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত, এবং এই সিদ্ধান্তের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি।” মেলোনি জানান, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনেও ইতালি সক্রিয়ভাবে অংশ নিতে চায়। “আমাদের লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং গাজার পুনর্গঠন। ইতালি তার দায়িত্ব পালনে প্রস্তুত,” বলেন তিনি।

সম্মেলনে দেওয়া বক্তব্যে মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “গাজায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগেই। এটি তার এক বিশাল সাফল্য। আমরা চাই, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও তিনি একইভাবে সফল হোন।”

প্রসঙ্গত, দুই বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস। এরই অংশ হিসেবে হামাস ইতোমধ্যে তাদের হাতে আটক ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরাইল পাল্টা পদক্ষেপ হিসেবে ৩,৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS