মাসউদুল হাসান।।
'লালমাই ক্লাব' এর উদ্যোগে ইমাম, এতিম ও অসহায়ের সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়েছে।
৪ অক্টোবর শনিবার বাদ জোহর উপজেলার বাগমারা বাজার সংলগ্ন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই ক্লাবের প্রেসিডেন্ট ড.আশিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এতিম ও অসহায়দের কল্যাণে লালমাই ক্লাবের বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়ালেখার কাজে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
লালমাই ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল রনি,যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা.এম রবিউল আলম,দপ্তর সম্পাদক নোমান হোসাইন, প্রচার সম্পাদক মাসউদুল হাসান মজুমদার, পাঠাগার সম্পাদক মাইনউদ্দিন মুন্না, সাংস্কৃতিক সম্পাদক নেসার উদ্দিন মিশু প্রমুখ।