লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘর পুড়ে ছাই

author
Reporter

প্রকাশিত : Oct 1, 2025 ইং
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে যাওয়া ঘর ও ফার্ণিচার। ছবির ক্যাপশন: বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে যাওয়া ঘর ও ফার্ণিচার।
ad728
সজিব মাহমুদ॥
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের কানুয়ার পুকুরপাড় এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেনের বাড়ির একটি ফ্রিজের কম্প্রেসার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু জ্বলে পুড়ে যায়।

এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো ঘরটি ছাই হয়ে যায়।

ভুক্তভোগী মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS