লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

পেরুল দক্ষিণ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

author
Reporter

প্রকাশিত : Sep 22, 2025 ইং
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে পেরুল দক্ষিণ ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। ছবির ক্যাপশন: হিন্দু সম্প্রদায়ের সঙ্গে পেরুল দক্ষিণ ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
ad728
নিজস্ব প্রতিবেদক।। 

লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরুল দক্ষিণ শাখার নেতৃবৃন্দ।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পেরুল দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম পেরুল এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামী পেরুল দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মু. হায়াতুন্নবী, নায়েবে আমির এড. শামসুল আলম সুমন, সাবেক ইউপি সদস্য মু. নুরুদ্দীন মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন এবং এলাকার সার্বিক কল্যাণে কাজ করাই তাঁদের প্রধান অঙ্গীকার। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরও দৃঢ় করতে জামায়াত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তাঁরা উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS