হাছান আহম্মেদ (লালমাই):
লালমাই পেরুল দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নেই পাকা রাস্ত। সড়কগুলোর বেহাল অবস্থা। তথ্য মতে, সর্বশেষ ১৭ বছর আগে একটি রাস্তা পাকা করা হয়েছিল। এরপর থেকে আর কোনো নতুন রাস্তা পাকাকরণের উদ্যোগ নেয়া হয়নি। কনকশ্রী নতুন পুকুরপাড় থেকে শুরু করে কনকশ্রী দক্ষিণপাড়া ও খিলপাড়া রাস্তার মাথা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলো আজও রয়ে গেছে কাঁচা অবস্থায়।
স্থানীয়রা জানান, খানাখন্দে ভরা এসব সড়ক বৃষ্টিতে কাদায় ভরে যায় এবং দিনের পর দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। অটোরিকশা চালক ও যাত্রীদের গাড়ির পেছন থেকে ধাক্কা দিয়ে ভাঙা রাস্তা পার করতে হয়।
ভুক্তভোগী অভিযোগ, একদিনের বৃষ্টিতে পাঁচ দিন চলার অনুপযোগী থাকে এবং রাস্তায় পানি ও থাকে এখানকার রাস্তা, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলার সময় রাস্তা পড়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ এই দুদর্শায় চিত্র হল জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতেই আটকে আছে কাঁচা সড়কগুলো পাকা করার দাবি।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র যোগাযোগের অভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব ধরনের নাগরিক সেবা থেকে পিছিয়ে আছে এই অঞ্চলের মানুষ। কোন অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল (লাকসাম, কুমিল্লা) নিতে হলে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে।
সারেজমিনে দেখা যায়, রাস্তাটিতে সিএনজি, অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না। অটোরিকশা চালক ও এর যাত্রীরা মিলে গাড়ি ধাক্কা দিয়ে অধিকাংশ ভাঙ্গা রাস্তা পাড় করেন।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রুতির পরও রাস্তাগুলো পাকাকরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। প্রায় ১৫ বছর আগে জাতীয় সংসদে এ দাবি উত্থাপন করেছিলেন তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী, পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যানরাও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনো বাস্তবে কোনো উন্নয়ন হয়নি।
৭নং ওয়ার্ডে একটি উচ্চ বিদ্যালয়, কয়েকটি কিন্ডারগার্টেন, একাধিক মসজিদ, একটি কমিউনিটি ক্লিনিক ও ২টি বাজার থাকলেও সড়কের দুরবস্থার কারণে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
কনকশ্রী গ্রামের বাসিন্দারা বলেন, “গত এক যুগ ধরে অল্প কিছু মাটি ভরাট, মাপজোক আর ইট দিয়ে চলিং ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। দেশের আর কোথাও এমন রাস্তা দেখা যায় না। আমরা বছরের পর বছর আন্দোলন করেছি, কর্মসূচি পালন করেছি, কিন্তু কোনো ফল পাইনি।