লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

মহানবী (স.) কে নিয়ে কটুক্তি করায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী বহিষ্কার

author
Reporter

প্রকাশিত : Sep 21, 2025 ইং
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মূল ফটক- ফাইল ছবি ছবির ক্যাপশন: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মূল ফটক- ফাইল ছবি
ad728
সজিব মাহমুদ।। 
মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজের তোহফা গোফরান নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন। 

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা অভিযুক্ত তোহফা গোফরানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করে। পরে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রধান করে তারা।

শিক্ষার্থীদের বিক্ষোভ ও অভিযোগ এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে কলেজ প্রশাসন অভিযুক্ত তোহফা গোফরানকে সাময়িক বহিষ্কার করে। তোহফা গোফরান কলেজের উচ্চমাধ্যমিক শাখার দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই তোহফা গোফরানকে শুধু বহিষ্কার করলে হবে না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং তাকে দিয়ে এসব কে করিছে তাকেও খোঁজে বের করতে হবে। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে অনেক উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পড়েছে। এর একটি অংশ হতে পারে এটা।

বহিষ্কারাদেশের চিঠিতে লেখা ছিল, দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী তোফা গোফরান মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় কলেজ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সে কলেজের পরীক্ষাসহ কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তার বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, আমরা ইতিমধ্যে তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। বিষয়টি যাচাই করার জন্য তদন্ত কমিটি গঠন করেছি। প্রশাসনসহ উচ্চ মাধ্যমিক বোর্ডকে আমরা জানিয়েছি যাতে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS