লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে মোহাম্মদপুর থানা জামায়াতের মতবিনিময়

author
Reporter

প্রকাশিত : Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
হাসান আহমেদ।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোহাম্মদপুর থানা  জামায়াতে ইসলামী  মতবিনিময় সভার আয়োজন করে। সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার বার্তা দেওয়া হয়। বক্তারা বলেন, দেশের প্রতিটি উৎসব জাতীয় ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে।

শুক্রবার  (১৯ সেপ্টেম্বর ২০২৫) মোহাম্মদপুর মধ্য থানার জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানার শুরা ও কর্মপরিষদ সদস্য  নূরে আলম সিদ্দিকী।  সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর মধ্য থানার আমীর মো মশিউর। এছাড়াও জামায়াত নেতা,হুমায়ুন  কবির,  সলিমুল্লাহ ওয়ার্ড সভাপতি হাছান আহমেদসহ অন্যান্য  ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটি সভাপতিসহ  পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।

সভায় মো মশিউর রহমান  বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। আমাদের সংস্কৃতিতে এমন অনেক উৎসব রয়েছে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উদযাপন করে। আমাদের এই সম্প্রীতি আগামীতেও অটুট থাকবে।” 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS