লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লার প্রতিটি আসনে যে প্রতীক পেলেন প্রার্থীরা

author
Reporter

প্রকাশিত : Dec 19, 2023 ইং
ছবির ক্যাপশন:
ad728

মহিউদ্দীন।। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা ১১টি  আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী  ৮৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন জলো রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধি এবং  নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লার ১১টি আসনে প্রতীকপ্রাপ্ত  প্রার্থীরা হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার আবদুস সবুর (নৌকা), জাতীয় পার্টির আমির হোসেন (লাঙ্গল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের জাকির হোসেন (ফুলের মালা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের জসীম উদ্দিন ভূঁইয়া (ছড়ি), ইসলামী ঐক্যজোটের মাওলানা নাছির উদ্দিন (মিনার), তৃণমূল বিএনপির সুলতান জিসান উদ্দিন (সোনালী আঁশ)। 

 কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) সেলিমা আহমাদ মেরী (নৌকা), জাতীয় পার্টির এটি এম মঞ্জুরুল ইসলাম (লাঙ্গল), আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ (ট্রাক),তৃণমূল বিএনপির মো. মাঈনুদ্দিন ( সোনালী আঁশ), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আব্দুস সালাম (মোমবাতি),ইসলামী ঐক্যজোটের আলতাফ হোসেন (মিনার), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা সুলতান মহিউদ্দিন (বটগাছ), শফিকুল আলম (স্বতন্ত্র, ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সিরাজুল টম সুডেন (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির আবদুছ ছালাম (একতারা)। 


 কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের ইউসুফ আব্দুল্লাহ হারুন (নৌকা), কৃষক শ্রমিক শ্রমিক জনতা লীগের বশির আহম্মদ (গামছা), তরিকত ফেডারেশনের আরনসুজ্জামান (ফুলের মালা), বাংলাদেশ কংগ্রেওসের আমিরুল ইসলাম (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাছির মিয়া (ছড়ি), ন্যাপের ফোরকান উদ্দিন (কুঁড়েঘর), জাতীয় পার্টির আলমগীর হোসেন (লাঙ্গল), জাকের পার্টির বেনজির আলম অনন (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্টের সাজ্জাদুল হোসেন (চেয়ার), গণফ্রন্টের শরীফুল (ডাব)।


কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র আবুল কালাম আজাদ (ঈগল),জাতীয় পার্টির ইউসুফ আসগর ( লাঙ্গল), বিএনএফ এর শাহেরা বেগম ( টেলিভিশন), কৃষক শ্রমিক জনতা লগের সাদিয়া সাবা (গামছা), তৃণমূল বিএনপির মাহবুবুল আলম (সোনালী আঁশ), বাংলাদেশ তরিকত ফেডারেশনের আজহারুল করিম মুন্সী (ফুলের মালা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শিমুল হোসেন (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের রফিকুল্লাহ সাদী (মিনার), গণফ্রন্টের আলাউদ্দিন (মাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির নাছির আল মামুন (হাত ঘড়ি)।


 কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আবুল হাশেম, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, ও বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ, কুমিল্লা-৬ সদর আসনের আওয়ামী লীগের বর্তমান এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা (সংরক্ষিত নারী এমপি), কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মো. তাজুল ইসলাম (এলজিআরডি মন্ত্রী), কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি আ হ ম মোস্তফা কামাল (অর্থমন্ত্রী), কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মো. মুজিবুল হক (সাবেক রেলপথ মন্ত্রী), আওয়ামী লীগের স্বতন্ত্র মো. মিজানুর রহমান ।

 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের আবুল হাসেম খান, শওকত মাহমুদ (স্বতন্ত্র, ঈগল), সাজ্জাদ হোসেন স্বপন (স্বতন্ত্র, ফুলকপি), জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম (লাঙ্গল), এহতেশামুল হাসান (স্বতন্ত্র, ট্রাক), এম এ জাহের (স্বতন্ত্র, কেটলী), সুপ্রিম পার্টির বাকী বিল্লাহ (একতারা), জাহাঙ্গীর খান চৌধুরী (কাঁচি), গণেফোরামের ইকরাম (উদীয়মান সূর্য)।


কুমিল্লা-৬ (সদর) আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দিন বাহার, আঞ্জুমান সুলতানা সীমা (স্বতন্ত্র, ঈগল), জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল মজিদ (একতারা)।


কুমিল্লা-৭ (চান্দিনা) ডা. প্রান গোপাল দত্ত (নৌকা), মুনতাকিম আশরাফ টিটু (স্বতন্ত্র, ঈগল), জাতীয় পর্টির লুৎফুর রেজা খোকন (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সহিদুল্লাহ (একতারা), কৃষক শ্রমিক জনতা লীগের তোফায়েল হোসাইন (গামছা), বাংলাদেশ কংগ্রেসের সালাম মিয়া (ডাব)।

 কুমিল্লা-৮ (বরুড়া) আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (নৌকা), নুরুল ইসলাম মিলন (স্বতন্ত্র, ঈগল), জাতীয় পার্টির এইচ এম.এম ইরফান (লাঙ্গল), গণফ্রন্টের দুলাল মিয়া (মাছ), ইসলামী ঐক্যজোটের মফিজ উদ্দিন আহমেদ (মিনার), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোজাম্মেল হক বশির (একতারা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল ফারাহ মোহাম্মদ আজিজ (মিনার), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আহসান উল্লাহ (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেসের হান্নান মিয়া (ডাব) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মাসউদুল আলম (মোমবাতি)।


কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট)আসনে আওয়ামী লীগের আ হ ম মুস্তফা কামাল (নৌকা), গণফোরামের শহীদুল ইসলাম (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির জোনাকী হুমায়ূন (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির এম অহিদুর রহমান (একতারা), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ কামরুজ্জামান (ডাব)।

 কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আওয়ামী লীগের মো. তাজুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু বকর ছিদ্দিক (চেয়ার), জাসদের মনিরুল আনোয়ার (মশাল), কৃষক শ্রমিক জনতা লীগের মো. জমির উদ্দিন,ইসলামী ফ্রন্টের মোজাম্মেল হোসেন  (মোমবাতি)।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আওয়ামী লীগের মুজিবুল হক (নৌকা), মিজানুর রহমান (স্বতন্ত্র), জাতীয় পার্টির মোস্তফা কামাল (লাঙ্গল), গণফোরামের আব্দুর রহমান জাহাঙ্গীর (উদীয়মান সূর্য),ইসলামী ঐক্যজোটের খোরশেদ আলম (মিনার)।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS