লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

প্রার্থী পরিবর্তন করে পটিয়াকে কলংকমুক্ত করা হয়েছে

author
Reporter

প্রকাশিত : Nov 30, 2023 ইং
ছবির ক্যাপশন:
ad728

 চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়াকে কলংকমুক্ত করেছেন।



বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে ইঙ্গিত করে বক্তারা বলেন- আপনি কোনদিন আওয়ামী লীগ করেননি।  কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন। বর্তমানে খন্দকার মোস্তাকের ভুমিকা পালন করে যাচ্ছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি নৌকার প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুবই নিন্দনীয়। দলীয় লোকজন ও এলাকার সাধারণ মানুষ ব্যালেটের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এর জবাব দিবেন। এর ফলে আপনাকে মাঠ ছেড়েও পালাতে হবে।


গতকাল ২৯ নবেম্বর বুধবার বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থনে আয়োজিত এক বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীরা এ ধরনের বক্তব্য রাখেন।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক সা হারুনুর রশিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি ছেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, মোহাম্মদ নাসির,যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, কাজী আবু তৈয়ব, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, সত্যজিৎ দাশ রুপ, আবুল কালাম চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সেলিম নবী, নাছির উদ্দিন,  পৌরসভার মেয়র আইযুব বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক চেয়ারম্যান,  চেয়ারম্যান  মুহাম্মদ ছৈয়দ, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, ঋষি বিশ্বাস, এম.এ রহিম, গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, ইঞ্জিনিয়ার এস এমএ মোর্শেদ, আলমগীর আলম, আজিজুল হক, এডভোকেট হোসাইন রানা, আবুল হাসনাত খোকন, মতুর্জা কামাল মুন্সী, ডিএম  জমির উদ্দিন, প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া  লিটন, সোহেল ইমরান, সাহাব উদ্দিন, সাগর কান্তি দে, সরিৎ চৌধুরী সাজু, চেয়ারম্যানদের মধ্যে আবুল কাশেম,ইনজামুল হক জসিম, এম এ হাশেম, শাহিনুর ইসলাম শানু, রনবীর ঘোষ টুটুন, মাহাবুবুর রহমান, এহসানুল হক, মোঃ বখতিয়ার, সরোজ কান্তি সেন নান্টু, জাকারিয়া ডালিম, আমিনুল ইসলাম টিপু, বিএম জসিম, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, আহমদ নুর, গাজী ইদ্রিস, কাউন্সিলরদের মধ্যে গোফরান রানা, সরোয়ার কামাল রাজীব, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, শেখ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, জেলা যুবলীগ নেতা হাবিবুর হক চৌধুরী, মাঈনুদ্দিন, নুরুল আমিন, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরো, আব্দুল হান্নান চৌধুরী লিটন, নুর আলম ছিদ্দিকী, রফিকুল আলম, হাসান উল্লাহ চৌধুরী, মোরশেদুল হক, শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, মহিলা নেত্রী সাজেদা বেগম, কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, মৎস্যজীবি লীগ নেতা সাইফুল ইসলাম, রূপক শীল, শ্রমিক লীগ নেতা ইউছুপ নবী টিটু, শফিকুল ইসলাম শফি, ছাত্রলীগ নেতা অজয় শীল, আব্দুল হান্নান, মহিউদ্দিন।


বর্ধিত সভার পূর্বে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে বর্ধিত সভায় যোগদান করেন। এসময় বর্ধিত সভা জনসভায় রূপান্তর হয়।


বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগে সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS