বিশেষ প্রতিনিধিঃ
ঈদকে সামনে রেখে বগুড়ার শেরপুরে মহাসড়কে ঈদের ৭ দিন আগে ও ঈদের ৭ দিন পর পর্যন্ত যানজট নিরসনে মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা,সিএনজি ও ভটবটি সহ তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ ও ঘরমুখি মানুষের যানমালের নিরাপত্তায় রাজশাহী বিভাগের ডিআইজি আব্দুল বাতেন মহোদয়ের প্রেস ব্রিফিং।
শনিবার ১৫ এপ্রিল দুপর ২ঃ৩০ টার দিকে শেরপুর শহরের ধুনটমোর এলাকায় এ প্রেস ব্রিফিং করা হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের ডিআইজি আব্দুল বাতেন।তিনি বলেন ঈদকে সমানে রেখে ঘরমুখি মানুষের যানমাল নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে,এবং মহাসড়কে যেনো কেনো রকম অপ্রতিকর ঘটনা না ঘটে ও মহাসড়ক যানজট নিরসন রাখতে আইন শৃংখলা বাহিনীর প্রতি নির্দেশ দেন,তিনি আরো বলেন ঈদের ৭ দিন আগে ও পরে মহা সড়কে যানজট সৃষ্টিকারি কোনো গাড়ি যেনো মহসড়কে না উঠতে পারে সেই দিকে হাইওয়ে পুলিশ সহ সকল আইন শৃংখলা বাহিনীর প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া জেলার হাইওয়ে এসপি মোঃহাবিবুর রহমান (হাবিব) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা খাতুন।শেরপুর ধুনটের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরিয়ার,শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার,শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন সরকার। শেরপুর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃইয়াজদানী প্রমুখ।