প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির সমন্বয় কমিটি গঠন

রাকিব হোসেন, চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
গত ১১ অক্টোবর (শনিবার) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
গঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার। যুগ্ম সমন্বয়কারী হলেন মামুনুর রশীদ মজুমদার, মোঃ সালাউদ্দিন খান রাজিব, মোঃ শাকিল খান, এবং মোহাম্মদ আব্দুর রহিম।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— হানিফ পাটোয়ারী শরিফ, মোহাম্মদ খালেদ রায়হান, আরিফুল ইসলাম, মাহমুদা মজুমদার, শিহাব মাহমুদ, ইব্রাহিম সাকিব, সালমান বাদশাহ, মোহাম্মদ রেদোয়ান হোসেন প্রান্ত, অন্তর মজুমদার, আরিফুল ইসলাম, শাহিন, খালেদ মাহমুদ জিসান, ওমর ফারুক, কাজী আবু সাইদ পলাশ, মেহেদী হাসান, দিপু হোসেন, সাকিব আহম্মেদ এবং ইমাম হোসেন টিপু।
দীর্ঘদিন পর চৌদ্দগ্রাম উপজেলা কমিটির অনুমোদন হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত কমিটির সদস্যরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম