প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে লালমাইয়ে জামায়াতের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও লালমাই- নাঙ্গলকোট উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, দুই হাজার ছাত্র জনতার লাশের উপর ভিত্তি করে যে নতুন বাংলাদেশ স্থাপিত হয়েছে, জনগণের প্রত্যাশা ছিল পুরাতন সকল জঞ্জাল বর্জন করে,জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে!
কিন্তু জুলাই সনদের আইনী ভিত্তি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত না হওয়ায় ছাত্র-জনতার সে আকাঙ্খা এখনো বাস্তাবায়িত হয়নি। সেজন্য জুলাই সনদের আইনী ভিত্তিই জাতির এখন ফার্স্ট প্রায়োরিটি। অতিদ্রুত সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার একটি অভিজাত কনভেনশন হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলার উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পেশীশক্তি, সন্ত্রাস এবং ভোট ডাকাত মুক্ত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে সম্পন্ন করতে PR পদ্ধতির বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাম হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুন নুর।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম