
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কাউন্সিলে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন লালমাই উপজেলা বৃহত্তর পেরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক সহ-সভাপতি বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ আমান উল্লাহ আমান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন কমিশনারের নিকট এই মনোনয়ন পত্র জমা দেন।
আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার পর মুহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, আলহামদুলিল্লাহ, আমি নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ দলের কল্যাণে ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।”
তিনি সর্বস্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।