প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
অনলাইন নিউজ পোর্টাল ‘আলোকিত লালমাই ডট কম’ এর যাত্রা

সজিব মাহমুদ।।
কুমিল্লার সংবাদ মাধ্যম জগতে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল 'আলোকিত লালমাই ডট কম'। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লালমাই উপজেলার বাগমারা বাজারের একটি অভিজাত কনফারেন্স রুমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেইস দ্যা পিপল এর প্রধান সম্পাদক মো: সাইফুর রহমান সাগর। বিশেষ অথিতি ছিলেন ENFP , এশিয়া'র রিজিওনাল ম্যানেজার– সাউথ এশিয়া নেটওয়ার্ক ও ইউরোপিয়ান কমিশনের সদস্য ও লালমাই ক্লাবের সভাপতি ড. আশিকুর রহমান,
কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সালেহ আহমেদ সালেহ, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, লালমাই ক্লাবের সেক্রেটারি মু. কামাল হোসাইন।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোকিত লালমাই ডট কম এর সম্পাদক মাহদী হাসান।
প্রধান অতিথি ফেইস দ্যা পিপল এর প্রধান সম্পাদক মো: সাইফুর রহমান বলেন, পরিবর্তনের এসময়ে কুমিল্লার লালমাইতে এমন সাহসী উদ্যোগ নেওয়ায় আলোকিত লালমাই ডট কম এর উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আলোকিত লালমাই ডট কম প্রান্তিক মানুষের মুখের ভাষা হয়ে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে নতুন দিগন্ত উন্মোচন করবে। মূল ধারার সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতাকে তারা আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।
বিশেষ অথিতি ড. আশিকুর রহমান বলেন, স্থানীয় সাংবাদিকতা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অনলাইন পোর্টাল আলোকিত লালমাই শুধু লালমাই নয়, কুমিল্লার উন্নয়ন ও জনস্বার্থকে দেশ-বিদেশে তুলে ধরবে।
অনুষ্ঠানের সভাপতি ও আলোকিত লালমাই এর সম্পাদক মাহদী হাসান সবার সহযোগিতা কামনা করেন।।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম