লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

author
Reporter

প্রকাশিত : Oct 12, 2025 ইং
ড. জাকির নায়েক। ছবির ক্যাপশন: ড. জাকির নায়েক।
ad728
আলোকিত লালমাই অনলাইন ডেস্ক।। 

খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বর মাসে তিনি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন।
আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’

ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি কবে হতে পারে, সে প্রসঙ্গে আলী রাজ আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি উল্লেখ করেন, ড. জাকির নায়েকের এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।
ভক্ত ও অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর ড. জাকির নায়েকের এ আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হবে বলে মনে করা হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS