লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে মাসব্যাপী টাইফয়েড টিকা কর্মসূচির উদ্বোধন

author
Reporter

প্রকাশিত : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক।। 

শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকা দেয়া কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে কুমিল্লা লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা। এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. তানজিনা জেরিনসহ অনেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক জানান, "নির্ধারিত সময়ে লালমাই উপজেলায় মোট ৫৭ হাজার ২৩০ জন শিশুকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। প্রথমদিনে উপজেলায় ২ হাজার ৩৫১ জন শিশুকে টিকা দেওয়ার টার্গেট থাকলেও আজকে ২ হাজার ১২৭ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। আজ ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।"

এসময় ইউএনও হিমাদ্রী খীসা বলেন, "আজকের সুস্থ শিশু আগামীর সুস্থ প্রজন্ম ও ভবিষ্যতের দক্ষ নাগরিক। তাই শিশুদের পড়ালেখা ও খেলাধুলায় সফল হতে সুস্থতার বিকল্প নেই। যে সকল শিশু ইতোমধ্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের সঠিকভাবে টিকা দিতে হবে এবং রেজিস্ট্রেশন না করা শিশুদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই। জন্মসনদ না থাকলেও কোনো শিশু বাদ যাবে না। সকল শিশুকে এই কর্মসূচির আওতায় আনতে হবে।" 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS