লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাই ক্লাবের উদ্যোগে 'মাদকের বিরুদ্ধে ফুটবল' ম্যাচ অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Oct 4, 2025 ইং
খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবির ক্যাপশন: খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
ad728
নিজস্ব প্রতিবেদক।। 
'মাদকের বিরুদ্ধে ফুটবল!' এ স্লোগান নিয়ে লালমাইয়ে অনুষ্ঠিত হয়েছে গোল্ডকাপ প্রীতিম্যাচ!
লালমাই ক্লাবের উদ্যোগে ৪ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন 'বাগমারা ক্লাব' বনাম 'ভুশ্চি ক্লাব'।

খেলায় সভাপতিত্ব করেন লালমাই ক্লাবের সভাপতি ড.আশিকুর রহমান। 
সভাপতির বক্তব্যে তিনি আগামীর লালমাইকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই এ মর্মে তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন এবং মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার সকল আয়োজনে লালমাই ক্লাব থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

৬০ মিনিটের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায়,পেনাল্টি শ্যুটআউটে ভূশ্চি ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাগমারা ক্লাব।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপের হাতে পুরষ্কার তুলে দেন ড.আশিকুর রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS