অনলাইন ডেস্ক।।
লালমাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সূত্রধর পাড়া(নাওড়া)এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা।
অভিযানে স্থানীয়দের সহযোগিতায় মনির হোসেন (২৯) নামের এক মাদকসেবীকে এমফিটামিন ট্যাবলেট (ইয়াবা) সেবনের অপরাধে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।