লালমাই,কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলেই ওসি প্রত্যাহার : পুলিশ সুপার

author
Reporter

প্রকাশিত : Sep 26, 2025 ইং
মোহাম্মদ নাজির আহমেদ - পুলিশ সুপার কুমিল্লা ছবির ক্যাপশন: মোহাম্মদ নাজির আহমেদ - পুলিশ সুপার কুমিল্লা
ad728
অনলাইন ডেস্ক।। 

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ—এমন তথ্য গোয়েন্দা সংস্থা ও পুলিশের একাধিক সূত্রে নিশ্চিত হওয়ার পর এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে কেন্দ্র করে নাশকতার নানামুখী তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ। ইতোমধ্যে কুমিল্লা জেলার বিভিন্ন পয়েন্টে সংগঠনটি দফায় দফায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালিয়েছে।

এ পরিস্থিতিতে সড়ক-মহাসড়কসংলগ্ন থানার পুলিশ সদস্যরা বাড়তি সতর্কতায় রয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট থানার ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS